১. আধুনিক ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ে গঠিত এক ব্যতিক্রর্মী শিক্ষা প্রতিষ্ঠান।

২. এই প্রতিষ্ঠানের একমাত্র লক্ষ্য হলো ধর্মীয় ভাবাদর্শ দ্বারা উজ্জিবিত ভবিষ্যত প্রজন্ম তৈরি।

৩. বিষয় ভিত্তিক, প্রশিক্ষনপ্রাপ্ত অভিজ্ঞ ও মেধাবী শিক্ষক মন্ডলী দ্বারা ক্লাস পরিচালনা।

৪. মোবাইল সফটওয়্যার এর মাধ্যমে বাসা থেকে অভিভাবকরা তথ্য জানতে পারবে।

৫. স্কুল ডায়েরীর মাধ্যমে পড়ালেখা ও আচরণ পর্যবেক্ষণ এবং সেই অনুযায়ী ব্যাবস্থা গ্রহণ।

৬. Class Work (C.W), Home Work (H.W), Class Test (C.T) এর মাধমে শিক্ষার্থীদের অগ্রগতি মূল্যায়ন।

৭. (C.W), (H.W) এবং (C.T) এর নম্বর অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার সাথে মূল্যায়ন।

৮. শিক্ষার্থীদের মোবাইলসহ অন্যান্য ইলেক্ট্রিক ডিভাইস বি-মুখ করতে বিশেষ ব্যাবস্থা গ্রহন।

৯. প্রতিনিয়ত আভিভাবকদের সাথে শিক্ষার্থীদের অগ্রগতির বিষয়ে পর্যালোচনা।

১০. কম্পিউটার ল্যাবের সু-ব্যাবস্থা।

১১. অত্যাধুনিক লাইব্রেরির সু-ব্যাবস্থা রয়েছে।

১২. শীততাপ নিয়ন্ত্রিত শ্রেণি কক্ষ।

১৩. সহ শিক্ষা কার্যক্রম যেমনঃ আবৃতি, বিতর্ক প্রতিযোগিতা, ড্রয়িং, হামদ্-নাত, সঙ্গীত ইত্যাদি।